পৌর নির্বাচন : নকলায় মেয়র পদে ৫ প্রার্থী ও নালিতাবাড়ীতে ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০ স্টাফ রিপোর্টার : তৃতীয় ধাপে অনুষ্ঠেয় শেরপুরের নকলা ও নালিতাবাড়ী পৌরসভার নির্বাচনে মেয়র পদে মোট ৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে নকলা পৌরসভায় ৫ জন মেয়রপ্রার্থী ও নালিতাবাড়ীতে ২ জন মেয়র প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ওই তথ্য নিশ্চিত করেছে জেলা নির্বাচন অফিস। জানা যায়, নকলা পৌরসভায় ৫ জন মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন। এরা হচ্ছেন বর্তমান মেয়র মোঃ হাফিজুর রহমান লিটন (আওয়ামী লীগ), মোঃ এনামুল হক রিপন (বিএনপি), মোঃ আনোয়ার হোসেন আনার (স্বতন্ত্র), মোঃ মিজানুর রহমান (স্বতন্ত্র) ও মুহাম্মদ মুক্তার হোসেন (স্বতন্ত্র)। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন ও পুরুষ কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়ন দাখিল করেছেন। অন্যদিকে নালিতাবাড়ী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী, বর্তমান মেয়র মোঃ আবু বক্কর সিদ্দিক বাক্কার ও বিএনপি প্রার্থী মোঃ আনোয়ার হোসেন ভিপি মনোনয়ন দাখিল করেছেন। এ পৌরসভায় দু’জন ছাড়া আর কোনো স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে কোনো প্রার্থী মনোনয়ন দাখিল করেননি। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন ও পুরুষ কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়ন দাখিল করেছেন। Related posts:শেরপুরে ১৫ বোতল ভারতীয় মদসহ আটক ১শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনঝিনাইগাতীতে পুলিশের ওপর হামলার ঘটনায় ২ মামলা, গ্রেফতার ১ Post Views: ২০৬ SHARES শেরপুর বিষয়: