জামালপুরে গৃহহীনদের জন্য প্রস্তুত হচ্ছে সরকারি ঘর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১ জামালপুর প্রতিনিধি : ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষে জামালপুরে সরিষাবাড়ি, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় ২৫ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১৪৭৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার সরকারি আধাপাকা ঘর পাচ্ছেন। ২০২১ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তালিকাভূক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ঘর গুলো হস্তান্তর করবেন জেলা প্রশাসন। জামালপুর জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নায়েব আলী জানান, জামালপুর জামালপুর সদরে ৪০০, ইসলামপুরে ৮৮, মেলান্দহে ২৬০, মাদারগঞ্জে ১২১, বকশীগঞ্জে ১৪২, সরিষাবাড়ি ২৯৫ ও দেওয়ানগঞ্জে ১৭২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এ সরকারি ঘর পাবেন। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘর নির্মাণে সরকারের ব্যয় হচ্ছে ১লাখ ৭১ হাজার টাকা। জামালপুরে এই প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ২৫ কোটি ৩৮ লাখ টাকা। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্ম এনামূল হকের নেতৃত্বে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে গৃহ নির্মাণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃ খলিলুর রহমান। তিনি কাজের গুণগত মান নিশ্চিতকরণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন। জামালপুর জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নায়েব আলী জানান, ঘরগুলো হস্তান্তর কাজ শেষ হলে জামালপুর জেলার ৭ উপজেলায় প্রায় অর্ধলক্ষ্য গৃহহীন ও ভূমিহীন পরিবারের লোক উপকৃত হবে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক সাংবাদিকদের জানান, ২০২১ সালের ১৫ জানুয়ারির মধ্যে ঘর নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণ কাজ শেষ হলেই তালিকাভূক্ত পরিবারের কাছে ঘরগুলো হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন জানান, কেন্দুয়া, শরিফপুর, রানাগাছা, বাশচড়া ও নরুন্দী ইউনিয়নের নির্মাণাধীন ঘর পরিদর্শন করা হয়। দুটি ইউনিয়নে একটি ইট ভাটা হতে প্রেরিত ইটের গুণগত মান সন্তোষজনক না হওয়ায় তা ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।রাজমিস্ত্রিদেরকে প্রতিটি ইটের গুণগত মান নিশ্চিত হয়ে অত্যন্ত যত্ন সহকারে প্রতিটি ইট গাঁথার জন্য এবং নিয়মিত পর্যাপ্ত পানি দেওয়াসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ টেকসই মজবুত একটি ঘর দেওয়ার জন্যই আমাদের এ ছুটে চলা। Related posts:সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধনধানমন্ডিতে কোটি টাকার আইসসহ জামাই-শাশুড়ি গ্রেফতারজামালপুরে ইউএনওদের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন Post Views: ৩১৮ SHARES সারা বাংলা বিষয়: