নতুন সিজিএস লে. জেনারেল সারওয়ার হাসান, পদোন্নতি পেলেন মেজর জেনারেল আকবর

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর দুই গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানকে সেনা সদরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) করা হয়েছে।
আর মেজর জেনারেল আকবর হোসেনকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে করা হয়েছে এনডিসির নতুন কমান্ড্যান্ট।
গতকাল মঙ্গলবার এই বদলি ও পদোন্নতির খবরটি সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশের সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান সরকারি চাকরির মেয়াদ শেষে গত ৩১ ডিসেম্বর অবসরে যান।