স্কুল খুলে দেওয়ার পক্ষে ৭৫ শতাংশ শিক্ষার্থী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১ অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না খোলা নিয়ে রয়েছে বিতর্ক। সেক্ষেত্রে দেশের বেশির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তারা স্কুল খুলে দেওয়ার পক্ষে। এর মধ্যে ৭৫ শতাংশ শিক্ষার্থী স্কুল খুলে দেওয়ার পক্ষে। এমন তথ্য উঠে এসেছে শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর মোর্চা গণস্বাক্ষরতা অভিযানের এক প্রতিবেদনে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গবেষণার এসব তুলে ধরেন গণস্বাক্ষরতা অভিযানের উপপরিচালক মোস্তাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের ৭৬ শতাংশ অভিভাবক ও ৭৩ শতাংশ জেলা শিক্ষা কর্মকর্তা স্কুল খুলে দেওয়ার পক্ষে। তবে ৫৮ শতাংশ শিক্ষক ও ৫২ শতাংশ উপজেলা শিক্ষা কর্মকর্তা সতর্কতার সঙ্গে স্কুল খুলে দেওয়ার পক্ষে কথা বলেছেন। দেশের আটটি বিভাগের আটটি জেলার ২১ উপজেলা নির্বাচন করে নির্ধারিত সূচকের ভিত্তিতে নমুনা নির্বাচন করে গবেষণাটি করা হয়েছে। সমীক্ষায় মোট ২ হাজার ৯৯২ জন উত্তরদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭০৯ জন শিক্ষার্থী (ছেলে ও মেয়ে সমসংখ্যক), ৫৭৮ জন শিক্ষক, ৫৭৬ জন অভিভাবক রয়েছেন। অন্যরা জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় নিয়ে এই সমীক্ষা করা হয়েছে। সংবাদ সম্মেলনে তুলে ধরা প্রতিবেদনে দেখা যায় দূর-শিক্ষণের (সংসদ টিভি, অনলাইন, রেডিও ও মোবাইল) মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল কম। ৩১ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বাকি ৬৯ দশমিক ৫ শতাংশ অংশ নেয়নি। ৬২ শতাংশের বেশি শিক্ষক মনে করেন, শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে পাঠ্যসূচি সংক্ষিপ্ত করা দরকার। Related posts:আদালতের বিশেষ প্রতি কৃতজ্ঞ, তবে হুমকিও আছে : মিন্নির বাবাআবারও সড়ক অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদেরপ্রতিকূল পরিস্থিতিতে আনসাররা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন : স্বরাষ্ট্র উপদেষ্টা Post Views: ৩৮৭ SHARES জাতীয় বিষয়: