মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে ২৯১ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে নতুন ঘর হস্তান্তর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১ স্টাফ রিপোর্টার : ‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় শেরপুরেও ২৯১ জন ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় তৈরি করা হয়েছে। ২৩ জানুয়ারি শনিবার সকালে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে শেরপুরের প্রতিটি উপজেলায় এসব ঘরের চাবি ও জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। জেলার ৫ উপজেলায় প্রতিবন্ধী, ভিক্ষুক, রিক্সাচালক, দিনমজুর, বিধবা, কাজের মহিলাসহ ২৯১টি গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ সেমি পাকা ঘর। ইতোমধ্যে ২০৭টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকিগুলোর নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রতিটি বাড়িতে থাকছে দুটো বেড রুম, একটা রান্না ঘর, একটা ইউটিলিটি রুম, একটা টয়লেট ও একটা বারান্দা। সম্পূর্ণ বিনামূল্যে দুই শতক জমির মালিকানাসহ নির্দিষ্ট ডিজাইন ও মানসম্মতভাবে সুদৃশ্য রঙিন টিনশেডের দুর্যোগ সহনীয় ঘরগুলো নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকা। Related posts:শেরপুরে ইদ্রিস গ্রুপের পরিচালকের বিয়ের দাওয়াতি মেহমান হলেন কোম্পানীর ৪হাজার শ্রমিক!ভালোবাসা দিবসকে ঘিরে শেরপুরে ফুল কেনার ধুম!শেরপুরে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা Post Views: ৩১৭ SHARES শেরপুর বিষয়: