শেরপুরে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

শেরপুরে এক সপ্তাহ পর কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। (১২ আগস্ট সোমবার) সকাল থেকে সদর থানা ও ট্রাফিক পুলিশসহ জেলার ৫টি থানায় কার্যক্রম শুরু হয়।
এদিকে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের দৃঢ় মনোবল, কর্মক্ষেত্রে কর্মস্পৃহা বৃদ্ধি’র লক্ষ্যে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে বিশেষ রোলকল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম।


ওইসময় তিনি রাষ্ট্রের বর্তমান অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় নতুন উদ্যমে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে সভার শুরুতে দেশব্যাপী কোটা সংস্কারের আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।