শেরপুরে শিক্ষক কল্যাণ সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১ আছাদুজ্জামান মোরাদ ॥ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি রেজিঃ নং-এস-১২১০০/১৫ শেরপুর জেলা শাখার আয়োজনে ২৪ জানুয়ারি রোববার দুপুর ১২টায় শেরপুর জেলা প্রশাসক (ডিসি) গেইট সম্মুখে তিন দফা দাবী আদায়ের লক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনের শিক্ষকগণ। মানববন্ধন কর্মসূচিতে শিক্ষকরা তিন দফা দাবী ও সমস্যা গুলো দ্রুত বাস্তবায়ন এবং কার্যকর করতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা শাখার সভাপতি এসএম আব্দুল হক, উপদেষ্টা মোঃ জহুরুল ইসলাম মিলন, সদর উপজেলা শাখার অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মোঃ শহীদ সোহরার্দী, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখা কর্তৃক এসব দাবী সমূহের মধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক (চাকুরী শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ এর বিধি ২ উপবিধি (গ) তে বর্ণিত বেসরকারি চাকুরীর ৫০% কার্যকর চাকুরী কালের ভিত্তিতে টাইমস্কেলসহ অন্যান্য আর্থিক সুবিধাদি বহাল রাখা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ নভেম্বর ২০২০ খ্রি. তারিখে পত্রটিতে শিক্ষকগণ জ্যেষ্ঠতা, পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত হবে। শিক্ষক (চাকুরী শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ এর বিধি-২ উপবিধি (গ) তে বর্ণিত ৫০% কার্যকর চাকুরী কালের ভিত্তিতে জ্যেষ্ঠতা, পদোন্নতির সুযোগ প্রদান। ম্যানেজিং কমিটি কর্তৃক প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকগণকে সরকারিভাবে গেজেটভূক্ত করা প্রয়োজন বলে মানববন্ধনে দাবী জানান সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষকগণ। মানববন্ধন কর্মসূচি শেষে তিন দফা দাবী বাস্তবায়ন করতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে এক স্মারকলিপি প্রদান করেন। Related posts:শেরপুরে টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত জেলা ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতীতে সংবাদ প্রকাশের পর ১৩ মাসেই ভেঙে যাওয়া বক্স কালভার্ট পরিদর্শনশেরপুরে ব্রি হাইব্রিড-৩ ও ৫ ধানের নমুনা শস্য কর্তন Post Views: ৩৬৯ SHARES শেরপুর বিষয়: