শেরপুরে একদিনে আরও ১৮ জন করোনায় আক্রান্ত : শনাক্তের হার ৩৪.৬১ ভাগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২ শেরপুরে একদিনে নতুন করে ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৪ হাজার ৮৪২ জন। ১৫ জানুয়ারি শনিবার সন্ধ্যায় জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে ওই তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ। জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ জন। এর মধ্যে সদর উপজেলায় ৯ জন, শ্রীবরদীতে ৬ জন, নকলায় ২ ও ঝিনাইগাতীতে একজন করোনা শনাক্ত হয়েছেন। মোট ৫২টি নমুনা পরীক্ষায় ওই ১৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪.৬১ ভাগ। জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৮৪২জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭১৬ জন। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৩৪ জন। আক্রান্ত সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, শুধু শেরপুরে নয়, সারা বাংলাদেশেই করোনার সংক্রমণ বাড়ছে। এর কারণ হচ্ছে অমিক্রন ভ্যারিয়েন্ট। করোনা ভাইরাসের এ ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়েও দ্রুতগতিতে ছড়াচ্ছে। কাজেই করোনার বিস্তার রোধে জনসাধারণকে সরকারের দেওয়া বিধিনিষেধ মানা ও স্বাস্থ্যবিধি অনুসরণসহ মাস্ক ব্যবহারের বিকল্প নেই। এছাড়া করোনার টিকা গ্রহণের উপরও জোর দেন তিনি। তিনি বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ ও টিকা গ্রহণ সাপেক্ষেই অমিক্রন ভ্যারিয়েন্ট থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। Related posts:নকলায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণশেরপুরে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি শ্যামলী, সাধারণ সম্পাদক হিসেবে শিমু নির্বাচিতশেরপুরে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বৃক্ষরোপণ কর্মসূচি Post Views: ১৮৩ SHARES শেরপুর বিষয়: