শেরপুরে গরু হৃষ্টপুষ্টকরণ জনসচেতনতামুলক সেমিনার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ প্রাণিজ আমিষের সরবরাহ বৃদ্ধি, উৎপাদন পদ্ধতি নিরাপদকরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দুরীকরনের লক্ষে শেরপুরে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে এক জনসচেতনতামুলক সেমিনার করেছে প্রাণিসম্পদ দপ্তর। ২৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সভাকক্ষে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। একে মুলপ্রবন্ধ পাঠ করেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ড. মো. ফজলুল হক। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত-এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিক্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন, সিনির উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানি ভৌমিক, সাংবাদিক হাকিম বাবুল, গরু খামারি প্রকৌশলী তানজিম আহসান, মো. আনোয়ার হোসেন প্রমুখ। আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ সেমিনারের আয়োজন কনে। এতে গরু হৃষ্টপুরণ করণ বিষয়ে পূজি সংগ্রহ ও বিনিযোগ এবং করনীয় সম্পর্কে প্রশিক্ষণ, গরু নির্বাচন, গরুর পরিচর্যা, বাসগৃহ ও খাদ্য সংগ্রহ, টিকা ও কৃমিনাশক প্রদান, বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে ৩০ জন গরু লালনকারি ও ক্ষুদ্র খামারি অংশগ্রহণ করেন। Related posts:নকলায় শ্রেণিকক্ষ সংকটে বারান্দায় চলছে পাঠদানশেরপুরে ৬ কেজি ওজনের শিশুর জন্মঝিনাইগাতীতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন Post Views: ১৮৬ SHARES শেরপুর বিষয়: