নকলা পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী নিজেই করছেন মাইকিং, এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠেয় শেরপুরের নকলা পৌরসভার ৫নং ওয়ার্ডের নির্বাচনে আব্দুল হালিম নামে এক ভিক্ষুক কাউন্সিলর প্রার্থী হয়েছেন। উপজেলা ভিক্ষুক সমিতির সভাপতি আব্দুল হালিম নিজেই মাইকিং করে নিজের প্রচারণা, পথসভাসহ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। ব্রিজের নিচে থাকেন, তাই নির্বাচনে প্রতিকও নিয়েছেন ব্রিজ মার্কাই। এ নিয়ে পৌর এলাকাসহ পুরো জেলায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। জানা যায়, ভিক্ষুক আব্দুল হালিমের নিজের কোন জায়গা জমি নেই। তাই শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে নকলা শহরের প্রবেশ মুখে একটি ব্রিজের নিচে ঝুপড়ি ঘরে বউ-বাচ্চাদের নিয়ে বসবাস করেন। তিনি উপজেলা ফকির সমিতির সভাপতিও ছিলেন। এবার তিনি জনসেবা করতে চান। তাই পৌর নির্বাচনে হয়েছেন কাউন্সিলর প্রার্থী। তিনি এর আগেরবারও প্রার্থী হয়েছিলেন। তবে সেবার ভুলের কারণে মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। কিন্তু এবার প্রার্থিতা টিকে গেছে। তবে তার পকেটে নেই টাকা। এ কারণে তার নেই কোন কর্মীও। এ জন্য তিনি নিজের মাইকিং নিজেই করে বেড়াচ্ছেন। প্রচারণা, লিফলেট বিলি ও পথে পথে দাড়িয়ে বক্তব্য দেয়াসহ দিন-রাত চলছে নির্বাচনী প্রচারণা। ব্রিজের কাছেই একটি নির্বাচনী ক্যাম্প তৈরি করেছেন আব্দুল হালিম। তার স্ত্রী নিজেই চা তৈরি ও মুড়ি ভর্তা করে খাওয়াচ্ছেন ভোটারদের। এ খরচও দিচ্ছে স্থানীয় ভোটাররাই। এদিকে ভিক্ষুক আব্দুল হালিম জানান, অন্যের সাহায্য নিয়ে মাত্র ৫শ পোস্টার ছেপেছেন, তাও কে-বা কারা ছিড়ে ফেলে। একজন মাইক ভাড়া করে দিয়েছে, আরেকজন দিয়েছেন ব্যাটারিচালিত ইজিবাইক। ওই ইজিবাইক নিয়েই চালাচ্ছেন মাইকিং প্রচারণা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। আব্দুল হালিমের প্রত্যাশা, ইতোপূর্বে নির্বাচিতরা এলাকার কাজ করেনি। এবার তিনি নির্বাচিত হলে জনগণের জন্য কাজ করবেন, ফকিরদের মতো সেবা করবেন জনগণের। এখন দেখার বিষয় আগামী ৩০ জানুয়ারি জনগণ তাকে নির্বাচিত করেন কি না। Related posts:ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী উন্মুক্ত বাছাইবঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণ কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুবনকলায় ভেঙে ফেলা হচ্ছে কল্পনা সিনেমা হল Post Views: ১৫৭ SHARES শেরপুর বিষয়: