শেরপুরে জেলা প্রশাসনের মাসিক স্টাফ মিটিং অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের অংশগ্রহণে মাসিক স্টাফ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ফেব্রুয়ারি মাসের মাসিক স্টাফ মিটিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুক্তাদিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় কার্যালয়ের বিভিন্ন শাখার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অফিসের কর্মপরিবেশ আরও উন্নত করতে মান্যবর জেলা প্রশাসক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।