ভ্যাকসিন নিলেন আ’লীগের সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনার ভ্যাকসিন (টিকা) নিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, শেরপুর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ ২৪ ডটকমের সম্পাদক প্রকাশক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ভ্যাকসিন (টিকা) নেন তিনি।
ভ্যাকসিন নিয়ে সাবেক সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী বলেন, কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে যারা বিভ্রান্তি ছড়িয়েছে, মিথ্যা গুজবের মিছিল সাজিয়েছে তাদের কে বলছি, আমি ভ্যাকসিন গ্রহণ করে নিজেকে পরম ধন্য মনে করছি। কেনোনা অনেক উন্নত দেশগুলো এখন পর্যন্ত ভ্যাকসিন পায়নি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার প্রতি। ভ্যাকসিন নেওয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি এখন সুস্থ আছি। সরকারি নিয়ম নীতি মেনে সকলকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানাচ্ছি।