শুভ জন্মদিন, প্রিয় সম্পাদক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ রাজাদুল ইসলাম বাবু (সিনিয়র স্টাফ রিপোর্টার) ॥ কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করতে। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখে আশপাশের মানুষ গুলোকে। পঙ্কিলতা যাদের কখনও স্পর্শ করে না। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি, ঠিক সেরকম একজন অতি সাধারন মানুষ। আওয়ামী লীগের সাবেক এমপি, শেরপুর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান বহু গুণের অধিকারী, বিশিষ্ট শিল্পপতি, মাবতায় শেরপুরের অনন্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর আজ শুভ জন্মদিন। শেরপুরের এক ঐতিহ্যবাহী শ্রমিকবান্ধব পরিবারের সন্তান এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। পিতা প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক ও জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের এক যুগের সফল সভাপতি মরহুম সেলিম রেজার একমাত্র কন্যা শ্যামলী পারিবারিক সূত্রে ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন। রাজধানী ঢাকার ইডেন কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্স-মাস্টার্স শেষ করার পর শেরপুরে এসে জেলা যুব মহিলা লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত হন। বিএনপি-জামায়াত জোট সরকারবিরোধী আন্দোলনের এক কঠিন সময়ে দায়িত্ব পান ওই সংগঠনের যুগ্ম আহবায়ক হিসেবে। সেই থেকে জেলা শহরসহ ইউনিয়ন পর্যায়েও ছুটে বেরিয়েছেন। দলের প্রতিটি কর্মকাণ্ডে সক্রিয়ভাবে করেছেন অংশ গ্রহণ। সেইসাথে পিতার মৃত্যুজনিত কারণে পরিবারসহ পৈত্রিক ব্যবসার হাল ধরায় অল্প কিছুদিনের মধ্যেই একজন যুব ও নারী উদ্যোক্তা হিসেবেও পেয়ে যান পরিচিতি। এমনই সফলতার ধারাবাহিকতায় ২০১৪ সালে দশম জাতীয় সংসদে শেরপুর-নেত্রকোনা সংরক্ষিত আসনে শেরপুরের ইতিহাসে স্বাধীনতার পর প্রথমবারের মতো সংরক্ষিত সংসদ সদস্য পদে নির্বাচিত হন। শতব্যস্ততার পরও প্রয়াত বাবার ইচ্ছে পূরণে ২০১৭ সালে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন এবং শেরপুর বারের সদস্যপদ গ্রহণ করেন। সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক বলেন, এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী আপাকে আমার অন্যতম একজন অভিভাবক হিসেবেই মনে করি। তিনি শুধু সম্পাদক নয়, ব্যক্তিগত জীবনে তিনি সবার সুখে-দুঃখে ছিলেন এবং থাকবেন এমনটিই প্রত্যাশা করি সকলে। তিনি আরও বলেন, আমরা শেরপুর সদর উপজেলা বাসী গর্বিত শ্যামলী আপনার মতো এমন একজন মানুষকে পেয়ে। মহান আল্লাহর কাছে প্রিয় সম্পাদক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের সিনিয়র রিপোর্টার রাজাদুল ইসলাম বাবু বলেন, সম্পাদক দুনিয়াতে আমার দেখা একজন সৎ, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান ও সফল সম্পাদক। একজন হাস্যোজ্জ্বল ও অহংকার মুক্ত মানুষ। আমাদের রাজপথ এবং নৈতিক দিক নির্দেশক শ্রদ্ধেয় প্রিয় সম্পাদক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী মহোদয়। ২ মার্চ মঙ্গলবার প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। জন্মদিনের প্রথম প্রহর থেকে মোবাইল ফোন, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই যেনো আজ দেশের সকল প্রান্তে সকল সংবাদকর্মী, বন্ধু, ছোট ভাই-বোন, কর্মী-সমর্থক আর শুভাকাক্সক্ষীদের দখলে। এ যেনো ঈদের মিলন মেলা। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। Related posts:ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিতনালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যুশেরপুরে শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত Post Views: ২৭৯ SHARES শেরপুর বিষয়: