ঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ রবিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ইউএনও রুবেল মাহমুদ, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ঐতিহাসিক ৭ মার্চ এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হকসহ অন্যান্য কর্মকর্তাগণ। আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারশেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঝিনাইগাতীতে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Post Views: ৩৪৫ SHARES শেরপুর বিষয়: