নকলা প্রেসক্লাবের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১ নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার নকলা প্রেসক্লাবের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ১২ মার্চ বিকেলে প্রেসক্লাবের আয়োজনে এক জরুরি সভায় উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিশিষ্ট কবি কলামিষ্ট প্রথীতযশা সাংবাদিক তালাত মাহমুদের সভাপতিত্বে ও সদ্য বিলুপ্ত হওয়া নকলা প্রেসক্লাবের প্রচার প্রকাশনা সম্পাদক মো. নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় বক্তব্য রাখেন- সদ্য বিলুপ্ত হওয়া নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ সেলিম রেজা, সদস্য আলহাজ্ব মাহবুবর রহমান, মিজানুর রহমান, মো. মোশারফ হোসাইন, দেলোয়ার হোসেন, মোফাজ্জল হোসেন, নাহিদুল ইসলাম রিজন ও মোশাররফ হোসেন শ্যামলসহ ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম সুমন, সদস্য ফজলে রাব্বী রাজন, সিমানুর রহমান সুখন, সুজন মিয়া ও সুমন আহম্মেদ প্রমুখ। বক্তারা নকলা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের অংশ গ্রহণে গণতান্ত্রিক উপায়ে নতুন কমিটি গঠনের লক্ষে বিস্তারিত আলোচনা করেন। Related posts:শেরপুরে পরকীয়া করে গোপনাঙ্গ হারালেন যুবকশেরপুরে শ্রমিকনেতা সেলিম রেজার ১২তম মৃত্যুবার্ষিকী উপলেক্ষ জেলা যুব মহিলা লীগের উদ্যোগে খাবার বিতরণঝিনাইগাতীতে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের খোঁজ খবর নিলেন বিভাগীয় কমিশনার Post Views: ২৫২ SHARES শেরপুর বিষয়: