নালিতাবাড়ী সীমান্তে উদ্ধার হওয়া বোমা সদৃশ্য বস্তুটি মর্টারের গোলা, ধ্বংস করলো সেনাবাহিনী

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২১

স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কালাকুমা গ্রামের একটি ফসলি জমির মাটির নিচ থেকে উদ্ধারকৃত গোলা সদৃশ্য বস্তুটি ১২০ এমএম মর্টারের গোলা ছিল। ১০ মার্চ বুধবার বিকেল ৫টায় উদ্ধারকৃত গোলাটির বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৯/১০দিন আগে নদীর পাড়ে পাথর তুলতে গিয়ে নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের নূরুল ইসলামের ছেলে হুমায়ুন দামী ধাতব পদার্থ মনে করে বোমাটি নিজ বাড়িতে নিয়ে আসে। পরে সেটিকে বাড়ির সামনে একটি ফসলি জমিতে পুঁতে রাখে।
বিষয়টি এলাকার লোকজনের মধ্যে জানাজানি হয়ে গেলে স্থানীয়রা রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে বিজিবি জোয়ানরা ৯ মার্চ মঙ্গলবার বিকেলে মাটি খুঁড়ে নিশ্চিত হন এটা একটি বোমা হতে পারে । পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এলাকাটি কর্ডন করে রাখেন এবং সেনাবাহিনীর কাছে সহযোগিতা চান। এ ঘটনায় এলাকায় আতংক দেখা দিলেও প্রশাসন এগিয়ে আসায় তাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
পরে বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটাইল ক্যাম্পের মেজর নাহিদ শারমিনের নেতৃত্বে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল এসে বুধবার বিকেল ৫টার সময় বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেন। তারা জানান, বোমাটি ১৯৬৭ সালের তৈরি ও হাই এক্সক্লুসিভ (এইচ-ই) গোলা। ধারণা করা হচ্ছে, মর্টার বোম্বটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে।