ভারত থেকে বয়ে আসা ভোগাই নদীতে মিলল গোলা সদৃশ্য বস্তু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২১ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের একটি ফসলি জমির মাটির নিচ থেকে গোলা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা-পুলিশ। (৯ মার্চ) মঙ্গলবার বিকেলে ওই গ্রামের জনৈক আতর আলীর জমি থেকে এটি উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে স্থানীয় এক যুবক ভারত থেকে বয়ে আসা ভোগাই নদীতে গোলা সদৃশ্য ওই বস্তুটি পায়। পরে ভয়ে কাউকে কিছু না জানিয়ে আতর আলীর জমিতে তা পুঁতে রাখে। বিষয়টি জানাজানি হলে থানা-পুলিশ মঙ্গলবার বিকেলে এটি উদ্ধারে অভিযান চালায়। এ অভিযানকালে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ অন্যরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাত ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, গোলাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এটি উদ্ধার করে ওই স্থানটি পুলিশ ঘিরে রেখেছে। তিনি আরও জানান, ইতোমধ্যেই ডিএমপির বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। Related posts:ঝিনাইগাতীর গারোপল্লী’তে ওয়ানগালা উৎসব অনুষ্ঠিতশ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে জামাইয়ের মৃত্যু ॥ শ্বশুর আহতশেরপুরে খ্রীষ্টান পল্লীতে যাজকীয় অভিষেক অনুষ্ঠিত Post Views: ২৫৯ SHARES শেরপুর বিষয়: