শেরপুরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

রাজাদুল ইসলাম বাবু : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আনন্দ র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় অঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী ও যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে তাদের নেতৃত্বে শহরে এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।


এরপর শহরের বটতলা কালিরবাজারস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে এডভোকেট ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু, লাভলী আক্তার, লাকী আক্তার, মুক্তি দে প্রমুখ। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনের কেক কাটা হয়। শেষে উপস্থিত হতদরিদ্রদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক ওমর ফারুকসহ বিপুল সংখ্যক যুব মহিলা লীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বুধবার ভোরে ৩১ বার তোপধ্বনি, সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। পরে শেরপুর জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু এবং শেরপুর সরকারি কলেজ, জেলা সেক্টর কমান্ডার্স ফোরাম, জেলা জাসদ, জেলা জাতীয় মহিলা সংস্থা, প্রেসক্লাব, শ্যামলবাংলা২৪ডটকম ও সাপ্তাহিক দশকাহনীয়া পরিবার, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা ছাত্রলীগ, জেলা তাতীলীগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।