শেরপুরের ১০০ দরিদ্র ডায়াবেটিস রোগীকে মানবিক সহায়তা প্রদান

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র ১০০ ডায়াবেটিস রোগীকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শেরপুর ডায়াবেটিক সমিতির নিবন্ধিত ওইসব দরিদ্র রোগীদের প্রত্যেককে ১০ কেজি করে চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিড়া, এক কেজি লবন, এক লিটার সয়াবিন তেল ও একটি করে লাক্স সাবানসহ প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। ১৭ জুন বুধবার শেরপুর ডায়াবেটিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া ও তার পারিবারিক তহবিল থেকে ওইসব মানবিক সহায়তা প্রদান করা হয়।

মানবিক সহায়তা বিতরণকালে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন ডায়াবেটিস রোগীরা ছাড়াও আরো কর্মহীন শতাধিক দু:স্থ্য, অসহায়, দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই সমাজকর্মী রাজিয়া সামাদ তাদের পারিবারিক তহবিল থেকে কর্মহীন, দু:স্থ্য, অসহায়, দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করে আসছেন।