ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির পক্ষে আদালতের রায়

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির সমর্থনে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 

এই রায়ের ফলে তৃতীয় দেশ হয়ে আসা্ অভিবাসীদের জন্য এখন যুক্তরাষ্ট্রে প্রবেশ আরও কঠিন হবে।  

অভিবাসন নীতি অনুযায়ী, কোনো ব্যক্তি তৃতীয় কোনো দেশ হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইলে তাকে আগেই আশ্রয়ের জন্য আবেদন করতে হবে। সরাসরি প্রবেশের কোনো সুযোগ এই নীতিতে থাকছে না। খবর বিবিসির।

এই নীতির ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে মধ্য আমেরিকার অভিবাসীদের ওপরে, যারা মেক্সিকো হয়ে পায়ে হেঁটে বা যে কোনো উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে।

এই নীতির আইনি প্রক্রিয়া এখনও শেষ না হলেও এটি এখনই পুরো দেশে কার্যকর করা যাবে।

২০২০ সালের নির্বাচনকে সামনে রেখে অভিবাসন নীতি পরিবর্তনের কথা বলে আসছেন ট্রাম্প। 

চলতি বছর জুলাইয়ে তার প্রস্তাবিত নীতি আদালতে আটকে যাওয়ার পর সুপ্রিম কোর্টের এই রায়কে ট্রাম্প  ‘বড় ধরনের বিজয়’ হিসেবে দেখছেন।