ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২১ মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের আরও ছয় যাত্রী। আজ রোববার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কানাইপুর হাইওয়ে থানার এএসআই মো. রাসেল জানান, মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দিতে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারী ও এক পুরুষ মারা যান। আহত হন মাইক্রোবাসের আরও ১০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান আরও চারজন। তিনি আরও জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। Related posts:ঝিনাইগাতীতে প্রায় ১০ লাখ টাকায় নির্মিত ঢালাই রাস্তা নির্মাণের ২ মাসের মধ্যেই ভেঙে পড়েছে৫ জানুয়ারি পঞ্চম ধাপের ৭০৭ ইউপি নির্বাচনবড়লোক হতে চাইলে পুলিশের চাকরি ছেড়ে ব্যবসা করুন : আইজিপি Post Views: ২৮৩ SHARES জাতীয় বিষয়: