করোনা প্রতিরোধে শেরপুরে এবার ট্রাফিক পুলিশের মাস্ক বিতরণ কর্মসূচি

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

স্টাফ রিপোর্টার : মহামারি করোনাভাইরাস মোকাবেলায় শেরপুরে এবার জেলা ট্রাফিক পুলিশের পক্ষ হতে জনসচেতনতায় পথচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। ‘মাস্ক পড়ার অভ্যাস,করোনামুক্ত বাংলাদেশ’-এই স্লোগানকে ধারণ করে সদর ট্রাফিক পুলিশের উদ্যোগে ২৩ মার্চ মঙ্গলবার দুপুরে পৌর শহরের নবীনগর বাসস্ট্যান্ড ও থানার মোড়ে মাস্ক পড়ার উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনের মাধ্যমে পথচারী ও বিভিন্ন অফিস আদালতে চাকরিজীবীদের মাঝে ওই মাস্ক বিতরণ করা হয়।

ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) জাহাঙ্গীর আলম, আশরাফ আলী আকন্দ, সার্জেন্ট মির্জা বাছেদ, জাহাঙ্গীর খানসহ ট্রাফিক বিভাগের অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।