শেরপুরে পুলিশ লাইন্স একাডেমিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১ স্টাফ রিপোর্টার : শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ মঙ্গলবার সকালে একাডেমির কনফারেন্স রুমে আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার ও পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের সভাপতি হাসান নাহিদ চৌধুরী। ওইসময় তিনি সার্বিক শিক্ষার হার ও গুণগত মান বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। ওই প্রশিক্ষণে একাডেমির সকল শিক্ষকবৃন্দ অংশ নেন। Related posts:শেরপুরে নানা আয়োজনে যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতশ্রীবরদীর রাণীশিমুল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিতশেরপুরে ঘুঘুরাকান্দি ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও ঈদ উপহার বিতরণ Post Views: ৩১৯ SHARES শিক্ষা বিষয়: