শেরপুরে যুব মহিলা লীগের পক্ষ হতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২১ স্টাফ রিপোর্টার : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ শেরপুর জেলা শাখার পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শহরের মাধবপুরস্থ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পূষ্পস্তবক অর্পন করেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী ও যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু। ওই সময় বিভিন্ন ইউনিটের যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনের শুরুতেই স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পৌরসভা, জেলা আওয়ামীলীগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতে একই কর্মসূচি যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে। Related posts:‘বাবর আলী জামে মসজিদ’ শেরপুরের নতুন এক দৃষ্টিনন্দন স্থাপত্যনালিতাবাড়ীতে বৃদ্ধাকে ঘাড়ধাক্কা দিয়ে মাথা ফাটানোর ঘটনায় মামলা, মা-মেয়ে গ্রেফতারশেরপুর পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা মোঃ আরিফ রেজা Post Views: ২৪৫ SHARES শেরপুর বিষয়: