শেরপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২১

স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ শুক্রবার ভোর ৬টায় শেরপুর জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
এসময় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌরসভার মেয়র, সদর উপজেলার পরিষদ, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জেলা বিএমএ পক্ষে সভাপতি ডাঃ আঃ বারেক তোতা ও সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান, শেরপুর জেলা যুবলীগ, জেলা যুব মহিলা লীগের পক্ষে আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নি ও মাহবুবা রহমান শিমু, জেলা ছাত্রলীগ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠন, শেরপুর জেলা কারাগার, জেলা জাতীয় পার্টি, শেরপুর সরকারি কলেজ ও বিভিন্ন স্কুল, শেরপুর প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট, রোটারী ক্লাব অব শেরপুর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখা, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পর্যায়ক্রমে পুম্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।