শেরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসে আওয়ামী মটর চালক লীগের পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২১

অনলাইন ডেস্ক : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা আওয়ামী মটর চালক লীগ। ২৬ মার্চ শুক্রবার ভোরে সংগঠনের জেলা শাখার সভাপতি সভাপতি মো. শফিকুল ইসলাম ফারুক ও সাধারণ সম্পাদক মো. শাহানুর রহমানের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
ওইসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আসলাম উদ্দিন, শাহজাহান আলী, ফটিক মিয়া, হারুন মিয়া, জুয়েল মিয়া, সোহরাব আলী, আলম মিয়া, আছাদুজ্জামান জিহাদ, আকাশ, মিন্টু মিয়াসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর আগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে।