শেরপুরে যুব মহিলা লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শেরপুরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৩ জুন রবিবার সকালে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে শহরের গোপালবাড়ী বটতলাস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ওইসময় তিনি বলেন, আওয়ামী লীগ বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া উপমহাদেশে প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। স্বাধিকার থেকে স্বাধীনতা, সর্বশেষ সামরিক স্বৈরাচার থেকে গণতন্ত্রে উত্তরণ- এর প্রতিটি অর্জনের সংগ্রাম-লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগই। আলোচনা সভায় জেলা যুব মহিলা লীগের উপদেষ্টা সাবেক ব্যাংক কর্মকর্তা, রোজিনা তাসমিন, সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, সদর উপজেলা শাখার সভাপতি ফেরদৌসি আক্তার শিখা, সাধারণ সম্পাদক মারুফা আক্তার শিল্পী, শহর শাখার সভাপতি সেতারা পারভীন পরশমনি, সাধারণ সম্পাদক সাবিকুন্নাহার বন্যা, জেলা শাখার নেত্রী লতিফা আক্তার লাকী, বৃষ্টি, রিক্তা, মুক্তা ও পুজাপাল প্রমুখ। সভায় যুব মহিলা লীগের জেলা উপজেলা শহর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণশেরপুরে চামচ প্রতীকের মেয়রপ্রার্থী আরিফ রেজার বিশাল মটরসাইকেল শোডাউননকলায় হামদর্দের বিনামূল্যে চিকিৎসা সেবা Post Views: ১৪৫ SHARES শেরপুর বিষয়: