উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে ঝিনাইগাতীতে বর্ণাঢ্য র‌্যালী

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২১

হারুন অর রশিদ দুদু : “বাংলাদেশের এক অনন্য অর্জন” স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক র‌্যালী উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত গিয়ে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবিরসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রবৃন্দ, জনপ্রতিনিধি ও নানা শ্রেণীর পেশার মানুষ। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: “বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” উদযাপন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত¡রে দুই দিনব্যাপী বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের উদ্যোগে ২৫টি স্টল করা হয়েছে।