ঝিনাইগাতীতে ৩ বন্য প্রাণী শিকারি আটক

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২১

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন বন্য প্রাণী শিকারিকে আটক করেছে বন বিভাগ। ২৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার সংরক্ষিত বন অঞ্চলের তাওয়াকুচা এলাকা থেকে ওই তিন জনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শান্তিবাগ এলাকার এ.কে.এম শরিফুল ইসলাম, শ্রীবরদী উপজেলার ছনকান্দা বটতলা গ্রামের আব্দুর রউফ খান, জানকীখিলা গ্রামের ইউসুফ আলী।
বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান জানান, বন এলাকা থেকে বন্য প্রাণী শিকার করা সম্পূর্ণ বেআইনি। আটককৃত তিন ব্যক্তি মাঝে মাঝেই রাংটিয়া রেঞ্জের বিভিন্ন বন এলাকায় বন্য প্রাণী শিকার করতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। আটককৃত শিকারিদের সাথে ছিল, ২টি আগ্নেয়াস্ত্র ও ৬৪টি কার্তুজের গুলি। তিনি আরো জানান, আটককৃতদের নামে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ২৬ মার্চ শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
জানা গেছে, এক শ্রেণির অসাধু পাখি শিকারির দল বিভিন্ন প্রজাতির পশু পাখি নির্বিচারে শিকার করে যাচ্ছে। এটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি। শুধু তাই নয়, এরা পাখি শিকার করে নির্দয়ভাবে পাখির ডানা ভেঙ্গে মারাত্মকভাবে আহত করছে। পাখি শিকার দ-নীয় অপরাধ। তাই আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সবাইকে পাখি রক্ষায় এগিয়ে আসতে অনুরোধ জানান বন্য প্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর বিভাগীয় কর্মকর্তা।