ব্রহ্মপুত্র নদের ব্রিজের নিচে মিললো শিশুর লাশ, নিখোঁজ আরও ১ শিশু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১ লক্ষীপুরের এক ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার : শেরপুরে নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র নদের ব্রিজের নিচ থেকে আরাফাত নামে ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরাফাতের মামা শিশু সিয়াম (১০)। ৩ এপ্রিল শনিবার বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী এলাকায় শেরপুর-জামালপুর ব্রিজের নিচ থেকে আরাফাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশু আরাফাত নন্দীরবাজার পোড়ারদোকান এলাকার আব্দুল মোতালেবের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো। আর শিশু সিয়াম রামেরচর গ্রামের আকবর আলীর ছেলে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আরাফাত শুক্রবার বিকেলে তার মামা সিয়ামের (১০) সাথে পার্শ্ববর্তী রামেরচর গ্রামের নানাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু রাতেও তারা দু’জন নানাবাড়ি না পৌঁছায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে আজ শনিবার বিকেল তিনটার দিকে চরপক্ষীমারী এলাকায় জামালপুর-শেরপুর ব্রিজের নিচে এক শিশুর মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দেয় স্থানীয়রা। এদিকে আরাফাতের স্বজনরাও খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। পরে নিহত শিশুর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। এদিকে শিশু সিয়ামের খোঁজ না মেলায় শেরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে নদে খোঁজাখুঁজি শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুকে খোঁজার জন্য ডুবুরিদল চেষ্টা করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঝিনাইগাতী সদর ইউপি বিজয়ীশহীদ দিবস উপলক্ষে নকলা উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভাআজ নালিতাবাড়ীর সোহাগপুর গণহত্যা দিবস Post Views: ২৬৫ SHARES শেরপুর বিষয়: