শেরপুরে ৪ জন করোনায় আক্রান্ত ॥ মোট আক্রান্ত ৬১৪, সুস্থ ৫৭৯ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে নতুন করে আরও ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৩ জন আর নালিতাবাড়ী উপজেলার একজন রয়েছেন। ৩ এপ্রিল শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ৪ জনের করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৬১৪ জন, যা নমুনা পরীক্ষার ৬.৬৬ ভাগ। এই সময়ে সুস্থ হয়েছেন ৫৭৯ জন, যা মোট আক্রান্তের ৯৭.৮ ভাগ। আর ১৩ জনের মৃত্যু হয়েছে, যা মোট আক্রান্তের ২.১ ভাগ। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনই জেলায় ২ জন করে করোনা আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, শনিবার পর্যন্ত জেলায় ২২ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ২১৮ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ২১৬ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ২ জনের। তিনি আরও জানান, আজ জেলায় কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছেন ১১৫০ জন। জেলায় মোট টিকা নিয়েছেন ২৯ হাজার ৫৬২ জন। তিনি করোনা প্রতিরোধে সবাইকে নিয়মিত মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। Related posts:শ্রীবরদীতে ভারতীয় মদসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতারশহর ঘুরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুবশেরপুরে এবার কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিলো ফেসবুক গ্রুপ ‘আমাদের শেরপুর’ Post Views: ২১৮ SHARES শেরপুর বিষয়: