শ্রীবরদীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১
লক্ষীপুরের এক ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে জাহাঙ্গীর আলম হিরা (৫৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছে। ৪ এপ্রিল রবিবার সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামের নিহতের বাড়ির বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গির আলম হিরা মৃত রহিজ উদ্দিন সরকারের ছেলে।
নিহতের বড় ভাই বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ভগ্নিপতি হযরত আলী ও স্থানীয় ইউপি সদস্য ইয়ানুছ আলী জানান, জাহাঙ্গীর আলম হিরা পেশায় কৃষি কাজ করতো। তার এক ছেলে সোলায়মান (২৫) ও এক মেয়ে সুমী আক্তার (২২)। তিনি প্রায় ৭/৮ বছর যাবত মানসিক রোগে ভোগছিলেন। মাঝে মধ্যেই একা একা ঘুরে বেড়াতো। পরিবারের কারো সঙ্গে তেমন কোনো কথা বলতো না। রোববার ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়িতে আসেন। এর পর বসত ঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেন। পরে সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়া থেকে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই ছামিউল হক জানান, লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।