শেরপুরে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে ৪ এপ্রিল রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে শেরপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। ওই মতবিনিময় সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। পরে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়ানো হবে না বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আছাদুজ্জামান রওশন, জুলফিকার আলী, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, সঞ্জীব চন্দ বিল্টু প্রমুখ। মতবিনিময় সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীগণ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:নকলায় স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগঝিনাইগাতীতে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধননকলায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি তন্ময়, সম্পাদক রাজু Post Views: ১৭০ SHARES শেরপুর বিষয়: