নকলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলেয়া আক্তার (৬) নামে শিশু নিহত হয়েছে। ৭ এপ্রিল বুধবার দুপুরের নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় আনোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুটি রাস্তা পারাপারের সময় নকলা থেকে নালিতাবাড়ীর দিকে ছেড়ে যাওয়া ইটভাটার শ্রমিক বহনকারী একটি ট্রাক শিশু আলেয়াকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে প্রত্যক্ষ দর্শীরা নালিতাবড়ী থানায় খবর দিলে থানার পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, ঘাতক ট্রাকটিকে চালকসহ আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।