শেরপুরে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক ॥ মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় ও বেসরকারি সংস্থা সেবা পরিষদ (এসপি) এর বাস্তবায়নে শেরপুরে অতিদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ মে সোমবার বিকেলে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের চরশ্রীপুর গ্রামে সেবা একাডেমী প্রাঙ্গণে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সেবা পরিষদের নির্বাহী পরিচালক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ৬০ জন প্রতিবন্ধী প্রত্যেককে ৮ কেজি করে চাল, ৫ কেজি করে আলু, ২ কেজি করে ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২টি সাবান, ৪টি মাস্ক ও ২টি স্যানিটাইজারসহ এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় সেবা পরিষদের সকল কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শেষে সনদ বিতরণঝিনাইগাতীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিতনালিতাবাড়ীতে কর্মহীন ট্রাক চালক শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Post Views: ২৫৯ SHARES শেরপুর বিষয়: