শেরপুরে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পালের রোগমুক্তি কামনায় দোয়া

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ কোভিড-১৯ করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল বিজ্ঞ পিপি এর রোগমুক্তি কামনায় শেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এবং স্থানীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল রবিবার সন্ধ্যায় শহরের বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে ওই দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, শহর যুব মহিলা লীগের অন্যতম নেত্রী মাহবুবা রহমান শিমু, লাকি, রিতা মুক্তি, ওইসময় অন্যান্যের মধ্যে জেলা কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটন উপস্থিত ছিলেন।