নালিতাবাড়ীর বিধবা পল্লীতে পুলিশের খাদ‍্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সিমান্তবর্তি নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবা পল্লীর বীর যায়াদের মাঝে ১৫ এপ্রিল বৃহস্পতিবার জেলা পুলিশের উদ্যোগে খাদ‍্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান ও চলমান (কোভিড)১৯ করোনা ভাইরাস জনিত লকডাউন উপলক্ষে উপজেলার কাকরকান্দি ইউনিয়নে অবস্থিত স্বাধীনতার নির্মম স্মৃতি বিজড়িত বিধবাপল্লীর বিধবাদের হাতে খাদ‍্যসামগ্রী তুলে দেয়া হয়। এসময় শেরপুর জেলার পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী,পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনিন সহ সংশ্লিষ্ট অন‍্যান‍্য ব‍্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।