ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে ২৬ জনের মনোনয়নপত্র দাখিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১২ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ এপ্রিল সোমবার ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, সরোয়ার বাহাদুর লাল ও মোহাম্মদ মিজানুর রহমান। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রুকন, ফজলুল করিম, মুনায়েম হোসেন, মুখলেছুর রহমান, আব্দুল কাদের, হারুন অর রশিদ, জহুরুল ইসলাম, শাহ আলম, আব্দুল মান্নান, মিন্টু মিয়া ও মেহেদী হাসান মামুন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, নাছিমা বেগম, শেফালী বেগম, জেসমিন আক্তার, সুফিয়া, আকলিমা বেগম ও রুপালী বেগম। মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, আগামী ৮ই মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৭টি ইউনিয়ন নিয়ে ঝিনাইগাতী উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় ভোটার সংখ্যা প্রায় দেড় লাখ। Related posts:শেরপুরে কোরবানির পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভাশেরপুরে দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহতশেরপুরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার Post Views: ১২৩ SHARES শেরপুর বিষয়: