ঝিনাইগাতীতে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর বাজার মসজিদ রোড রাস্তার আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ এপ্রিল শনিবার সকালে এ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ ও উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী হাট বাজারের ইজারাদার আবু হেলাল খান, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের। ২১৫ ফিট আরসিসি ঢালাই ও ৫০০ ফিট মেকাডম রাস্তার এ কাজে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা। উপজেলা পরিষদ এর রাজস্ব তহবিলের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঝিনাইগাতীর বাস্তবায়নে এ নির্মাণ কাজ করা হচ্ছে। উল্লেখ্য, ঐতিহ্যবাহী ঝিনাইগাতী সদর বাজারের মসজিদ রোডের রাস্তাটি সামান্য বৃষ্টিপাতের ফলে বাজারবাসীসহ আগত লোকজন ও মুসল্লীদের যাতাযাতের অনুপযোগী হয়ে যেত। রাস্তাটির কাজ শুরু করায় ব্যবসায়ী, বাজারবাসী ও মুসল্লীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।