শেরপুরে অনলাইন স্কুল বিষয়ক মতবিনিময় সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জুন ২২, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে অনলাইন স্কুল পরিচালনার বিষয়ে জেলা প্রশাসনের উদ্যোগে ২২ জুন সোমবার দুপুরে স্কুল উদ্যোক্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আনার কলি মাহবুব জুম ভিডিও কনফারেন্সিং অ্যাপের মাধ্যমে ওই মতবিনিময় সভা করেন। ওইসময় তিনি জেলায় করোনাজনিত দূর্যোগে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠ কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে স্থানীয় স্বেচ্ছাসেবী ও শিক্ষকদের উদ্যোগে অনলাইন স্কুল পরিচালনা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে তিনি চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে কার্যক্রমটি আরও বিস্তৃত পরিসরে পরিচালনায় জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতাসহ সার্বিক সহায়তার আশ্বাস দিলে উদ্যোক্তাসহ মতবিনিময়ে যুক্ত থাকা গণমাধ্যম কর্মীরা স্বাগত জানান। মতবিনিময় সভায় জানানো হয়, অনলাইন স্কুল, শেরপুর প্রতিদিন বিকেল ৪টা হতে রাত পৌণে ৮টা পর্যন্ত যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম-দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ক্লাস তাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে লাইভ প্রচার করছে। ওই সকল ক্লাসের ধারণকৃত ভিডিও পরবর্তী দিনে ডিশ চ্যানেলে ২ দফায় প্রচার করা হবে। ২৩ জুন মঙ্গলবার থেকে ৫ম-১০ম শ্রেণির সকল শিক্ষার্থীদের জন্য তাদের সকল ক্লাস ‘ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক’ ডিশ লাইনের ৪৬ নম্বর চ্যানেলে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে ১টা ও দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত ২ সøটে ক্লাসগুলো প্রচার করবে। এছাড়া অনলাইন স্কুল শেরপুরের ধারণকৃত ওই ক্লাসগুলো পরবর্তীতে জেলা প্রশাসনের ওয়েব পোর্টাল ও ফেসবুক পেইজেও পাওয়া যাবে। মতবিনিময় সভায় জুম অ্যাপে যুক্ত থেকে মতামত ব্যক্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, অনলাইন স্কুলের উদ্যোক্তা আবুল কালাম আজাদ, এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবাল প্রমুখ। উল্লেখ্য, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় দেড় মাস আগে শিক্ষার্থীদের জন্য শেরপুর শহরের ভিক্টোরিয়া একাডেমিতে অনলাইন স্কুল কার্যক্রম হাতে নেয় শিক্ষাবিদ আবুল কালাম আজাদের নেতৃত্বাধীন জনউদ্যোগ। তার ওই উদ্যোগে সাড়া দেয় স্থানীয় বেশ কয়েকজন শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও সাংবাদিক নেতা। Related posts:ঝিনাইগাতীতে মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে ডিজেল তৈল বিতরণশেরপুর পৌর এলাকার অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন সাবেক এমপি শ্যামলীঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ১০টি ড্রেজার মেশিন ধ্বংস Post Views: ৩৯৭ SHARES শিক্ষা বিষয়: