আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১ অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান ‘কঠোর লকডাউনের’ মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে কভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রোববার রাতে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় এ সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এক সপ্তাহের লকডাউন শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে আবার সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি। ধীরে ধীরে লকডাউন শেষ করার পূর্ব পরিকল্পনা তৈরির রাখারও পরামর্শ কমিটির। দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয়, যে বিধিনিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে সারাদেশে ‘সার্বাত্মক লকডাউন’ শুরু হয়। এটি শেষ হবে ২১ এপ্রিল। Related posts:তিন মাস ধরে ডা. মুরাদের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল : তথ্যমন্ত্রীআমরা অপমানের প্রতিশোধ নিয়েছি: ওবায়দুল কাদের'সঠিক ইতিহাসের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ' Post Views: ১৮২ SHARES জাতীয় বিষয়: