নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ড্রেজার মেশিন ধ্বংস

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর এলাকায় ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দুই ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। ২২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। ওইসময় তিনি দুটি মিনি ড্রেজার মেশিন ও ১৫০ ফুট পাইপ ধ্বংস করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় বালু উত্তোলনকারীরা উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় ভোগাই নদীতে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি মিনি ড্রেজার মেশিন ও ১৫০ ফুট মেশিনের পাইপ ধ্বংস করা হয়।
এছাড়া একই দিন চলমান লকডাউনে স্বাস্থ্য বিধি না মানায় উপজেলার রাণীগাঁও বাজারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বলেন, পরিবেশ রক্ষা ও জনসচেতনতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।