ঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ সোমবার বেলা ১১টায় উপজেলার তেতুলতলা বাজারে নর্থ স্টার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর ছিদ্দিক। অনুষ্ঠানে হাতীবান্দা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ফছিউর রহমানেরর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনার উল্ল্যাহ, সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, শাহদাৎ হোসেন মিলন প্রমুখ। সমাবেশে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন এবং করোনাভাইরাস থেকে সতর্ক থাকার বিভিন্ন পরামর্শ দেন ।