শেরপুরে হেরোইনসহ র্যাবের হাতে গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইনসহ মো. সোহাগ (২০) নামে এক জনকে গ্রেফতার করেছে র্যাব। ২৩ এপ্রিল শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার লসমনপুর ইউনিয়নের বড় ঝাউয়ের চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ উপজেলার ইলিশা ব্যাপারীপাড়া এলাকার মো. মুসা মিয়ার ছেলে। র্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বড় ঝাউয়ের চর এলাকায় বাজারে মাদক বিক্রেতার অবস্থানের খবর পেয়ে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। অভিযানে র্যাব সদস্যরা গ্রেফতারকৃত সোহাগের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন। বর্তমানে যার আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা। এ সময় তার কাছে ৩ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল সেট পাওয়া গেছে। ওই প্রেস বিজ্ঞপ্তিতে, এ ঘটনায় শেরপুর সদর থানার একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা। Related posts:নকলা-নালিতাবাড়ীর ইউপিতে ভোট গ্রহণ শুরুজাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে নকলায় আলোচনা সভানালিতাবাড়ীতে নানা আয়োজনে দু’দিনব্যাপী তথ্য মেলা শুরু Post Views: ১৬৫ SHARES শেরপুর বিষয়: