ক্লিনআপ শেরপুরের উদ্যোগে পরিচ্ছন্ন হলো কেন্দ্রীয় শহীদ মিনার

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১

“পরিচ্ছন্ন মানসিকতা পরিচ্ছন্ন বাংলাদেশ” এই স্লোগানে ২২ অক্টোবর শুক্রবার বিকেলে শেরপুর শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান করেছেন ‘ক্লিনআপ শেরপুর’ নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ওইসময় শহীদ মিনার ও তার আশেপাশের বিভিন্ন স্থান পরিষ্কার করে এবং মানুষকে সচেতন করে তারা।

ওইসময় ক্লিনআপ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও ক্লিনআপ শেরপুর জেলার সমন্বয় আল-আমিন রাজু, সদস্য আশরাফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ব্যাপারে সংগঠনটির জেলা সমন্বয় আল-আমিন রাজু বলেন, ময়লা ফেলুন সঠিক স্থানে, সুন্দর পরিবেশ গড়ুন আপন মনে। আসুন আমরা সকলে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস করি।