রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৭৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮৩ গ্রাম হেরোইন ও ২ কেজি ৪৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা রুজু করা হয়েছে বলেও জানানো হয়। Related posts:‘অনুপ্রবেশকারী’ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা আওয়ামী লীগে থাকতে পারবে না ॥ মির্জা আজমশেরপুর সদরসহ ১১০ উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোট শুরুজামালপুরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে এইচএসসি শিক্ষার্থীর কারাদণ্ড Post Views: ২৪৩ SHARES সারা বাংলা বিষয়: