শ্রীবরদীতে এসিল্যান্ড ও অন্যান্য ৪ কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে সহকারী কমিশনার (ভূমি) (এসি-ল্যান্ড) সহ ৪ সরকারি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে ওই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিদায়ী কর্মকর্তারা হচ্ছেন বদলি হওয়া সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান জিসান, অবসরে যাওয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. মহিব্বুর রহমান, বদলি হওয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ও অবসরে যাওয়া সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। এছাড়া অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমানসহ নতুন যোগদানকৃত কর্মকর্তাদের বরণ করে নেওয়া হয়। ওইসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জানা যায়, করোনা মহামারির সম্মুখ যোদ্ধা শ্রীবরদীর সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান। শ্রীবরদী উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকেই বদলে গেছে ভূমি অফিসের পুরোনো চিত্র। ভূমি সংক্রান্ত সেবা নিতে আসা লোকদের হয়রানী আর ঘুষ বাণিজ্যের অবসান ঘটেছে। সেবা গ্রহীতারা সহজেই পেয়েছেন কাঙ্খিত সেবা। তিনি শ্রীবরদীতে যোগদানের পর থেকেই নিয়মিত পরিদর্শন করেছেন ইউনিয়ন ভূমি অফিসগুলো। ওইসব অফিসের কর্মরতদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তিনি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। করোনা মহামারি ঠেকাতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের পরামর্শে শহর থেকে গ্রামাঞ্চলে গিয়েছেন। কখনো নিজেই মাইকিং করে সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার করেছেন। কখনো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করেছেন। সম্প্রতি তাকে বদলি করা হয় কক্সবাজারের শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে। ২৬ এপ্রিল সোমবার তিনি নবাগত সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। Related posts:শেরপুরে একটি ঘটনার জের ধরে পুলিশ পরিচয়ে সাংবাদিকের বাসায় গিয়ে হুমকি প্রর্দশনশ্রীবরদীতে ৬ হাজার ২‘শ কৃষক পাবেন বীজ ও সারঝিনাইগাতীতে বন বিভাগের ৭ একর জমি উদ্ধার Post Views: ২৪৬ SHARES শেরপুর বিষয়: