শ্রীবরদীতে লেবু জাতীয় ফসল বৃদ্ধি প্রকল্পের আওতায় চারা বিতরণ

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় শেরপুরের শ্রীবরদীতে চারা বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে ৯০টি প্রদর্শনীর জন্য লেবু, কমলা ও মালটা চারা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, নবাগত সহকারি কমিশনার (ভূমি) আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিকুল হাসান স্বাক্ষর, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজর মোশারফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান হোসেন প্রমুখ।
উল্লেখ্য উপজেলা বিভিন্ন ইউনিয়নে ৯০টি প্রদর্শনীর জন্য প্রায় ৩ হাজার ২৫০টি লেবু, কমলা, মালটা চাড়া ও সার বিতরণ করা হয়।