নকলায় এক পায়ে দাঁড়িয়ে আছে সেতু! পুনঃনির্মাণের দাবি এলাকাবাসীর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১ নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা ঘাটসংলগ্ন সেতুটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকায় এলাকায় শত শত মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রহ্মপুত্রের পাশ^বর্তী নকলা উপজেলার নারায়নখোলা ঘাট দিয়ে ব্যবসা, চাকুরী সহ বিভিন্ন কাজে প্রত্যেকদিন প্রায় এক হাজারের অধিক মানুষ যাতায়াত করে। বন্যায় এই সেতুটির নিচের ২টি পিলার ভেঙে যাওয়াই এখন এক পায়ে দাড়িয়ে আছে। যে কোন সময় হতে পারে মানুষের মৃত্যূর কারণ। এখানে প্রত্যেক সপ্তাহে প্রায় ২-৩টি গাড়ি উল্টে ব্রীজের নিচে পরে যায়। গাড়িতে বেশি কাচামাল থাকলে নামিয়ে মাথায় করে নিয়ে পার করতে হয়। বীজটির দুপাশে মাটি সরে যাওয়াই নারায়নখোলা ঘাটের লোকেরা নিজস্ব অর্থায়নে কাঠ ও বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে ব্রীজের সাথে জোরা লাগিয়েছেন। স্থানীয়দের ধারণা এবার বন্যা হলে পানির সাথে ভেসে যাবে ব্রীজটি। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এখানে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছে এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয় শিক্ষার্থী মো. সিমানুর রহমান সুখন জানান, ব্রিজটির দু’পাশে মাটি সরে যাওয়ায় নারায়ণখোলা ঘাটের লোকেরা নিজস্ব অর্থায়নে কাঠ ও বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে ব্রিজের সাথে জোড়া লাগিয়েছেন। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এখানে দ্রুত ব্রিজটি পুনঃনির্মাণের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী জানান, ওই ব্রিজটি পুনঃনিমার্ণের বিষয়ে উপজেলা প্রশাসনসহ উপজেলা প্রকৌশল বিভাগকে পূর্বেই অবহিত করা হয়েছে। তারা সরেজমিনে ঘুরে গিয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন বলেও জানিয়েছেন। আশা করছি মানুষের দুর্ভোগ লাঘবে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ওই জায়গায় নতুন ব্রিজ দেখতে পাবো। Related posts:কিশোরী গণধর্ষণের ঘটনায় উত্তাল নকলা, ক্ষুব্ধ শিক্ষার্থীদের থানা ঘেরাওকরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিতশেরপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Post Views: ২৩৯ SHARES শেরপুর বিষয়: