ঝিনাইগাতীতে নেতা-কর্মীদের নিয়ে কৃষকের ধান কাটলেন ছাত্রলীগ নেতা সোহাগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ বিশেষ প্রতিনিধি ॥ ভয়াবহ করোনা ভাইরাসের কারণে সৃষ্ট শ্রমিক সংকটে থাকা কৃষকদের খেতের ধান কাটার ধারাবাহিকতায় এবার শেরপুরের ঝিনাইগাতীতে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে রোজা রেখে দান কেটেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগ। ২৯ এপ্রিল বুধবার সকালে সোহাগের নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দরিদ্র কৃষক নুরুল হকের ১০ কাঠা জমির পাকা বোরো ধান কেটে বাড়িতে নিয়ে মারাই করে ঘরে তুলে দেন। ওইসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন, ছাত্রলীগ নেতা দুলাল, সজীবসহ প্রায় ২০ জন নেতা-কর্মী অংশ নেন। এদিকে ধান কেটে দেওয়ায় কৃষক নুরুল হক খুশি হয়ে ছাত্রলীগ নেতা সোহাগ ও ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগ বলেন, করোনা ভাইরাসের মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ছাত্রলীগ সারা দেশে দরিদ্র কৃষকের ধান কাটার কর্মসূচিতে অংশ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এলাকার সন্তান হিসেবে আমিও অংশ নিচ্ছি। তিনি আরও বলেন, কৃষক নুরুল হক শারীরিক অসুস্থতায় ধান কাটতে পারছিলেন না। ওই কথা জানতে পেরে আমরা ছাত্রলীগের কর্মীরা তার অর্ধ একর জমির ধান কেটে দিয়েছি। কৃষকের খেতের ধান ঘরে উঠা না পর্যন্ত ছাত্রলীগের ওই কর্মসূচি চলমান থাকবে। Related posts:শেরপুরে আরও ৬৮ জনের করোনা শনাক্ত, নতুন মৃত্যু ৩কবিসংঘ বাংলাদেশের সাহিত্যালাপ অনুষ্ঠিতঝিনাইগাতীতে সামাজিক-সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত Post Views: ২০১ SHARES ঝিনাইগাতী বিষয়: